Thursday, 10 December 2015

এশার সলাত যত দেরিতে পড়া যাবে তত উত্তম তবে মাজরাতের আগে হতে হবে


আসসালামু আলায়কুমুস সালাম।
আমি যেখানে থাকি সেখানে প্রকৃত এশার ওয়াক্ত সময় ৮:১৪। আমি অফিস হতে রুমে আসি ৮:৩০/৯:০০ (প্রায়শ:)। আর আমার হাউজের নীচে আযান দেয় রাত ৯:২০ আর জামাত করে ৯:৩০।
তো কথা হল, আমি কি আওয়াল ওয়াক্তে অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব একাই সলাত আদায় করে নেব, নাকি জামাতে পড়ার জন্য অপেক্ষা করব? আরও সমস্যা হল ঈমাম সাহেব কড়া বিদা'তী!!!!
উত্তরের উপেক্ষায় রইলাম ভাইজান!!!!
[Ohidul Islam to আপনার জিজ্ঞাসা--> জেনে নিন--> দ্বীনি প্রশ্নোত্তর]
Nayon Ahmed ওয়া আলাইকুমুস সালাম, এশার সলাত যত দেরিতে পড়া যাবে তত উত্তম তবে মাজরাতের আগে হতে হবে, রাসুল (সাঃ) একবার এতো দেরি করে এশার সলাত আদায় করেছেন যে, মসজিদে এসে কিছু সাহাবারা ঝিমিয়ে গিয়েছিল তারপর রাসুল (সাঃ) বললেন, লোকের কষ্ট না হলে এই সময়েই এশার সলাত আদায়ের নির্দেশ দিতাম তাই এশার জামাত দেরিতে করা উত্তম যদি মানুষের কষ্ট না হয় তাই ৯ঃ৩০ এই জামাতে সামিল হবেন প্রতিদিন ইন শা আল্লাহ।

No comments:

Post a Comment