Friday, 1 May 2015

রাফিয়ুল ইয়াদায়িন প্রসঙ্গে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে ও রুকু থেকে উঠার পর কান বা কাঁধ পর্যন্ত হাত তুলা

রাফিয়ুল ইয়াদায়িন প্রসঙ্গে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে ও রুকু থেকে উঠার পর কান বা কাঁধ পর্যন্ত হাত তুলা >>>>>
আমরা অনেকেই এই গুরুত্বপূর্ণ সুন্নতটি মাজহাব বা আশে পাশে কেউ করে না বা মানুষ কি বলবে ইত্যাদি অঝুহাত দিয়ে ত্যাগ করি।
অথচ ইহার গুরুত্ব অনেক, হাঁ আপনি ইহা না করলেও আপনার নামাজ হয়ে যাবে কিন্তু কতো নেকী থেকে যে বঞ্চিত হচ্ছেন তা জানেন??!! 
তাহলে আসুন হিসাব টা মিলিয়ে নেই।

আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাযে ১৭ রাকাত ফরজ সালাত পাই ( আপাদোতো সুন্নাত বাদ ই দিলাম) 
প্রত্যেক রাকাতে ২ বার রাফিয়ুল ইয়াদায়িন করতে হয় আর ১ বার রাফিয়ুল ইয়াদায়িন=১০ নেকী তাহলে ২ বারে ২০ নেকী। 
তাহলে দিনে ১৭ রাকাত ফরজ সালাতের জন্য হচ্ছে ১৭*২০=৩৪০ নেকী। 
১ সপ্তাহে ৩৪০*৭=২৩৮০, ১ মাসে ৩৪০*৩০= ১০২০০, ১ বছরে ৩৪০* ৩৬৫=১২৪১০০। 
এখন কোনো আল্লাহ্‌র বান্দা যদি ৬০ বছর সালাত আদায় করে তাহলে সে পাচ্ছে ১২৪১০০*৬০=৭৪৪৬০০০ নেকী। 
দেখলেন তো!!!!!!! যারা রাফিয়ুল ইয়াদায়িন করছে তারা কতো নেকী পাচ্ছে?? 
আর যারা করে না তারা কতো নেকী থেকে বঞ্চিত হচ্ছে!!!!!

আর আল্লাহ কুরআনে বলেছে যে তিনি মানুষের প্রত্যেক ভালো কাজকে প্রায় কয়েক থেকে কয়েকশো গুন বাড়িয়ে দেয়। এখন আপনি যদি মনে করেন যে জান্নাতে যাওয়ার জন্য আপনার আমলই যথেষ্ট নেকী দরকার নেই তাহলে থাক, আপনি করিয়েন না, কিন্তু মনে রাখবেন, হাশরের ময়দানে মানুষ এক একটা নেকির জন্য হাহাকার করবে।
আমি জোরাজুরি করছি না, আপনার ইচ্ছা হলে করেন আর না মন চাইলে করিয়েন না, আর না করলে ঐ নেকী থেকে বঞ্চিত হবেন।
Like · Comment · 

No comments:

Post a Comment