♥৩য় পর্বঃ রাফউল ইয়াদাঈন সম্পর্কেঃ
আবূ কিলাবাহ রাঃ হতে বর্ণিত। তিনি মালিক ইবনু হুওয়ায়রিস রাঃ কে দেখেছেন, তিনি যখন সালাত আদায় করতেন তখন তাকবীর বলতেন এবং তার দু হাত উঠাতেন। আর যখন রুকু করার ইচ্ছা করতেন তখনও তার উভয় হাত উঠাতেন, আবার যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও তার উভয় হাত উঠাতেন এবং তিনি বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল সাঃ এরূপ করেছেন।
♥দলিলঃ সহীহ বুখারী হাঃ ৭৩৭।।
♥সহীহ মুসলিম ৪/৯ হাঃ ৩৯১।।
♥আহমাদ হাঃ ২০৫৫৮।।
আবূ কিলাবাহ রাঃ হতে বর্ণিত। তিনি মালিক ইবনু হুওয়ায়রিস রাঃ কে দেখেছেন, তিনি যখন সালাত আদায় করতেন তখন তাকবীর বলতেন এবং তার দু হাত উঠাতেন। আর যখন রুকু করার ইচ্ছা করতেন তখনও তার উভয় হাত উঠাতেন, আবার যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও তার উভয় হাত উঠাতেন এবং তিনি বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল সাঃ এরূপ করেছেন।
♥দলিলঃ সহীহ বুখারী হাঃ ৭৩৭।।
♥সহীহ মুসলিম ৪/৯ হাঃ ৩৯১।।
♥আহমাদ হাঃ ২০৫৫৮।।
বিঃদ্রঃ প্রিয় দ্বিনী ভাইয়েরা হানাফি ভাইদের মাঝে এ বিষয় নিয়ে দ্বিমত।।
দেখুন, কিছু সংখ্যক হানাফী আলেম সহ বেশিরভাগ আলিম হাত উঠানোর পক্ষে মত পোষণ
করেন।।
♥রফউল ইয়াদাঈন ও খোলাফাইর রাশিদীন এবং আশরা মুবাশ্শারীনঃ ইমাম যায়লাঈ হানাফি রহঃ আল্লামা আব্দুল হাই লক্ষ্নৌবী হানাফী রহঃ আল্লামা আনোয়ার শাহ কশ্মিরী হানাফী রহঃ এবং হাফিয ইবনু হাজার আসকালানী রহঃ সবাই ইমাম হাকেম রহঃ থেকে বর্ণনা করেছেনঃ ইমাম হাকিম রঃ বলেছেন, রফউল ইয়াদাঈন ব্যতীত অন্য কোন সুন্নাতের বর্ণনার ক্ষেত্রে খোলাফায়ে রাশেদীন, আশরা মোবাশ্শারা এবং বড় বড় সাহাবী গন একত্রিত হয়েছেন বলে আমার জানা নেই।
♥নাসবুর রায়াহ ১/৪১৮ পৃঃ
♥তালখীছ আলহাবীব ১/৮২ চলবে...
♥রফউল ইয়াদাঈন ও খোলাফাইর রাশিদীন এবং আশরা মুবাশ্শারীনঃ ইমাম যায়লাঈ হানাফি রহঃ আল্লামা আব্দুল হাই লক্ষ্নৌবী হানাফী রহঃ আল্লামা আনোয়ার শাহ কশ্মিরী হানাফী রহঃ এবং হাফিয ইবনু হাজার আসকালানী রহঃ সবাই ইমাম হাকেম রহঃ থেকে বর্ণনা করেছেনঃ ইমাম হাকিম রঃ বলেছেন, রফউল ইয়াদাঈন ব্যতীত অন্য কোন সুন্নাতের বর্ণনার ক্ষেত্রে খোলাফায়ে রাশেদীন, আশরা মোবাশ্শারা এবং বড় বড় সাহাবী গন একত্রিত হয়েছেন বলে আমার জানা নেই।
♥নাসবুর রায়াহ ১/৪১৮ পৃঃ
♥তালখীছ আলহাবীব ১/৮২ চলবে...
No comments:
Post a Comment