Sunday, 30 August 2015

বাড়িতে ওযু করে মসজিদে গেলে প্রত্যেকবার হজের সওয়াব দেওয়া হয়


বাড়িতে ওযু করে মসজিদে গেলে প্রত্যেকবার হজের সওয়াব দেওয়া হয়-


আবু উমামা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, যে নিজের ঘর হতে ওযু করে ফরয সলাত আদায়ের জন্য বের হল তাঁর নেকী একজন এহরামধারী হাজীর নেকির সমান। আর যে চাস্তের সলাতের জন্য বের হল, তাঁর সওয়াব ১ জন ওমরাকারীর সওয়াবের সমান এবং এক সলাতের পর অপর সলাত আদায় করা যার মধ্যে কোন অনর্থক কাজ করা হয়নি এমন বেক্তির নাম ইল্লিনে লেখা হয়। (মুসনাদে আহমাদ, হাদিস সহিহ, শাইখ আল্বানি-তাহকিক মিশকাত হাদিস-৭২৮)


আলহামদুলিল্লাহ্, আল্লাহ তা’লা কতো বড় দয়াময়, যে কেও অতি সহজেই প্রতিদিন ৫ টি হযের সওয়াব অর্জন করতে পারে অবশ্য কেও আবার এমন ভাববেন না যে, তাহলে তো হযে যাওয়ার দরকারই নেই, সেটা ভুল ধারণা হবে কেননা যাদের আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে তাদের উপর হজ্জ ফরয করে দিয়েছেন আল্লাহ তা’লা সুতরাং সেটা তো করতেই হবে। এই হাদিসে সবচেয়ে বড় ১ টা শিক্ষা রয়েছে সেটা হচ্ছে মানুষ কি করে পাপ থেকে বেঁচে থাকতে পারবে তাঁর বাস্তব নমুনা তুলে ধরেছেন রাসুল (সাঃ), তিনি বলেছেন ১ সলাত আদায় করে আরেক সলাত পর্যন্ত কোন পাপ কাজ যে করবে না তাঁর নাম ইল্লিনে লেখা হবে, ইল্লিনে জান্নাতিদের নাম লেখা হয় আর সিজ্জিনে জাহান্নামিদের। সুতরাং যে কোন পাপি ব্যক্তি যদি এই হাদিস অনুসরণ করে অর্থাৎ মনে মনে দৃঢ় সংকল্প করে যে, ১ সলাত আদায় করে অন্য সলাত পর্যন্ত আমি কোন পাপকাজ করবো না তাহলে ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব আর মাগরিব থেকে নিয়ে এশা এভাবেই তাঁর জীবন থেকে পাপকাজ হারিয়ে যাবে আর এটাই হচ্ছে মুহাম্মাদ (সাঃ)-এর আদর্শ, এজন্যই রাসুল (সাঃ) তাঁর প্রত্যেক খুতবায় বলতেন, নিশ্চয় সর্বোত্তম আদর্শ মুহাম্মাদ (সাঃ)-এর আদর্শ।

No comments:

Post a Comment