"আত্তাহিয়্যাতু পড়ার সময় আঙ্গুল নাড়ানো প্রসঙ্গে"
তাশাহহুদ বা আত্তাহিয়্যাতু পড়া শুরু থেকে বৈঠকের শেষ পর্যন্ত ডান হাত মুষ্টিবদ্ধ করে অথবা বৃদ্ধা আঙ্গুলিকে মধ্যমা আঙ্গুলের সাথে মিলিয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে। এটাই ছিল নাবী (সাঃ)-এর আমল।
যেমন-
"আবদুল্লাহ বিন উমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসুল (সাঃ) যখন আত্তাহিয়্যাতু পড়তে বসতেন, তখন বাম হাতকে বাম হাটুর উপর এবং ডান হাতকে ডান হাঁটুর উপর রাখতেন। এবং তিপ্পান্ন গণনার মতো আঙ্গুলী বন্ধ করতেন এবং শাহাদাত আঙ্গুলী দ্বারা ইশারা করতেন। মুসলিমের অপর বর্ণনায় এসেছে, তিনি (সাঃ) শাহাদাত অাঙ্গুলী দ্বারা ইশারা করতেন এ সময় বৃদ্ধাঙ্গুলীকে মধ্যমা আঙ্গুলের উপর রাখতেন।
(মুসলিম, হাএ, হা/১১৯৪-১১৯৮, আবু দাউদ, মাপ্র, হা/৭৩৪, ৯৮৭, ৯৮৮, তিরমীযী, মাপ্র, হা/২৯৩, ২৯৪, নাসায়ী, মাপ্র, হা/১১৬০, ১২৭৫, ১২৬৭, সহীহ ইবনে মাজাহ, মাশা, হা/৭৪৩, ৭৪৪,৭৪৫, মেশকাত, হাএ, হা/৯০৬, ৯০৭, ৯০৮, ৯১৭,)
যেমন-
"আবদুল্লাহ বিন উমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসুল (সাঃ) যখন আত্তাহিয়্যাতু পড়তে বসতেন, তখন বাম হাতকে বাম হাটুর উপর এবং ডান হাতকে ডান হাঁটুর উপর রাখতেন। এবং তিপ্পান্ন গণনার মতো আঙ্গুলী বন্ধ করতেন এবং শাহাদাত আঙ্গুলী দ্বারা ইশারা করতেন। মুসলিমের অপর বর্ণনায় এসেছে, তিনি (সাঃ) শাহাদাত অাঙ্গুলী দ্বারা ইশারা করতেন এ সময় বৃদ্ধাঙ্গুলীকে মধ্যমা আঙ্গুলের উপর রাখতেন।
(মুসলিম, হাএ, হা/১১৯৪-১১৯৮, আবু দাউদ, মাপ্র, হা/৭৩৪, ৯৮৭, ৯৮৮, তিরমীযী, মাপ্র, হা/২৯৩, ২৯৪, নাসায়ী, মাপ্র, হা/১১৬০, ১২৭৫, ১২৬৭, সহীহ ইবনে মাজাহ, মাশা, হা/৭৪৩, ৭৪৪,৭৪৫, মেশকাত, হাএ, হা/৯০৬, ৯০৭, ৯০৮, ৯১৭,)
No comments:
Post a Comment