Friday, 9 October 2015

সহি দুয়া কুনুত-"আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা. . . . . "এইটো জয়ীফ দোৱা কুনুত



Aysha Akhter > দৈনন্দিন দুয়া ও জিকির-Aysha Akhter
আসসালামুআলাইকুম।
"সহি দুয়া কুনুত "
হাসান বিন আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বিতর নামাযে পাঠ করার জন্য নিম্ন লিখিত দুআটি শিখিয়েছেনঃ
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْت
উচ্চারণঃ আল্লাহুম্মাহ্‌দিনি ফীমান হাদায়িত
ওয়া আ,ফিনী ফীমান আ,ফাইয়িত,
ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইয়িত
ওয়া বা,রিক লী ফীমা আ’ত্বায়িত,
ওয়া ক্বিনী শার্‌রা মা ক্বাদ্বোয়িত,
ফা ইন্নাকা তাকদ্বী ওয়ালা য়্যুকদ্বো আ,লাইক,
ওয়া ইন্নাহু লা য়্যাযিল্লু মান ওয়ালায়িত,
ওয়ালা ইয়্যা্য্বিয্‌যু মান আদায়ীত,
তাবারাকতা রাব্বানা ওয়া তাআলায়ীতা।
অর্থঃ হে আল্লাহ্‌! আমাকে সঠিক পথ দেখিয়ে তাদের অন্তর্ভূক্ত কর যাদের তুমি হেদায়াত করেছ, আমাকে নিরাপদে রেখে তাদের মধ্যে শামিল কর, যাদের তুমি নিরাপদ রেখেছ। তুমি আমার অভিভাবকত্ব গ্রহণ করে তাদের মধ্যে শামিল কর যাদের তুমি অভিভাবক হয়েছ। তুমি আমাকে যা দান করেছ তাতে বরকত দাও। তুমি আমাকে সেই অনিষ্ট থেকে রক্ষা কর যা তুমি নির্ধারণ করেছ, কারণ তুমি ফায়সালাকারী এবং তোমার উপর কারো ফায়সালা কার্যকর হয় না। তুমি যার সাথে মিত্রতা পোষণ কর তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। আর যার সাথে শত্রুতা পোষণ কর, সে কখনো সম্মানিত হতে পারে না। হে আমাদের রব! তুমি খুবই বরকতময়, সুউচ্চ ও সুমহান।
[তিরমিযী, অধ্যায়ঃ বিতর নামায, অনুচ্ছেদঃ বিতরে কুনূতের বিবরণ হা/৪২৬। নাসাঈ, অধ্যায়ঃ কিয়ামুল্লায়ল ও দিনের নফল নামায, অনুচ্ছেদঃ বিতরের দু'আ হা/১৭২৫। আবু দাঊদ, অধ্যায়ঃ বিতর নামায, অনুচ্ছেদঃ বিতরে কুনূতের বিবরণ, হা/১২১৪। ইবনু মাজাহ, অধ্যায়ঃ নামায প্রতিষ্ঠা করা ও তাতে সুন্নাত, অনুচ্ছেদঃ বিতরে কুনূতের বিবরণ, হা/১১৬৮। শায়খ আলবানী হাদীছটিকে ছহীহ বলেছেন, দ্রঃ ইরউয়াউল গালীল, হা/৪৪৯। মেশকাত- আলবানী ১/৩৯৮পৃঃ হা/ ১২৭৩।]
[[N.B:-
Juber Rahman"আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা. . . . . "এইটো জয়ীফ দোৱা কুনুত । জয়ীফ হাদীছ গ্ৰহণযোগ্য নহয় । গতিকে সকলোকে ওপৰত দিয়া "আল্লাহুম্মাহ দ্বীনি . . . . " দোৱা কুনুতটো মুখস্থ কৰিবলৈ অনুৰোধ জনালোঁ ।]]

No comments:

Post a Comment