Wednesday, 21 September 2016

সলাতে সাজ-সজ্জা করার আদেশ আল্লাহর

M Taufiur Rahmanbd
আল্লাহর আদেশ মানেই ফরয।।
------------------------------------
সলাতে সাজ-সজ্জা করার আদেশ আল্লাহর।
তাই সুন্দর পোষাক পরা ফরয।
.
.
অথচ আমরা সেই সলাতে যেন তেন পোষাকে, তেনা পরিধান করে, গামছা গায়ে নামাযে দাঁড়িয়ে যেতে আগ্রহী। যার কোন গতি নেই তার কথা ভিন্ন; কিন্তু অন্যদের। সামর্থ্য থাকার পরও আমরা সুন্দর পোষাকগুলোকে আলাদা প্রোগ্রামের জন্য তুরে রাখি। আর নামাযে ভাঁজ পড়া, পুরনো, রাতের বাসি কাপড়কে ব্যবহার করি।

যে পোষাকে কোন গুনীলোকের, বসের, সমাজপতির, রাষ্ট্রপ্রধানের অনুষ্ঠানে যেতে পারিনা, যেতে চাই না, সে পোষাকে কি করে তাহলে সলাত হতে পারে। আমাদের বিবেককে দিনে দিনে শাণিত করা জরুরী, নয়তো সুন্দর কাপড়গুলো পড়ে থাকবে আর এগুলো না পরেই একদিন আমাদের কবরে যেতে হবে। ভাল কাপড় আল্লাহর দরবার ছাড়া আর কোথায় ব্যবহারের ভাল স্থান হতে পারে। তিনিতো আহকামুল হাকিমিন।
তিনিতো পৃথিবীর মালিক, রাষ্ট্রপ্রধানেরও মালিক। বসের মালিক। আমাদের চূড়ান্ত ফায়সালাকারী।

পোষাক পরা আর অপব্যয় থেকে বেঁচে থাকা সম্পর্কিত কুরআনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাঃ

হে বনী-আদম! তোমরা -

- প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও,
- খাও ও পান কর এবং
- অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।

[সূরা আল আ’রাফ: ৩১]

No comments:

Post a Comment