তাহায়াতুল মসজিদ ছালাত না পড়ার দলিল এর তাহক্বীক্বঃ
5175 - حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَابْنِ عُمَرَ: «أَنَّهُمَا كَانَا يَكْرَهَانِ الصَّلَاةَ وَالْكَلَامَ بَعْدَ خُرُوجِ الْإِمَامِ»
ইবনু আব্বাস (রাঃ) এবং ইবনু উমার (রাঃ) ইমাম আসার পর যেকোনধরনের কথাবার্তা এবং ছালাতকে অপছন্দ করতেন।
(মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ১/৪৪৮, ৫১৭৫)
প্রকৃতপক্ষে ইহার সনদ যঈফ। সনদের ‘হাজ্জাজ বিন আরতাত’ (الحجاج بن أرطاة) একজন দূর্বল ও মুদাল্লিস রাবী।
ইয়াহইয়া ইবনু মাঈন বলেন ‘তিনি কিছুই নন, তিনি তাদলীস করতেন محمد بن عبيد الله العرزمي عن عمرو بن شعيب থেকে’ (জারাহ ওয়া তাদীল ৩/১৫৫), আহমাদ বিন হাম্বাল বলেন, ‘صدوق يدلس عن الضعفاء’ ‘সুদুক্ব, তিনি দূর্বল রাবীদের থেকে তাদলীস করতেন’ (ঐ), আবু জুরায়ত বলেন, ‘الحجاج بن أرطأة صدوق مدلس’ ‘সুদুক্ব মুদাল্লিস ছিলেন’ (ঐ)
আর এই হাজ্জাজ বিন আরতাত উক্ত হাদীছ আতা থেকে ‘আনআন’ শব্দে বর্ণনা করেছেন। মুদাল্লিসের ‘আন’ শব্দের রেওয়াত গ্রহণীয় নয়।
Allahr gulam anisul
Link with comments..
https://m.facebook.com/anisul.islam.16/posts/1102571199838570
5175 - حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَابْنِ عُمَرَ: «أَنَّهُمَا كَانَا يَكْرَهَانِ الصَّلَاةَ وَالْكَلَامَ بَعْدَ خُرُوجِ الْإِمَامِ»
ইবনু আব্বাস (রাঃ) এবং ইবনু উমার (রাঃ) ইমাম আসার পর যেকোনধরনের কথাবার্তা এবং ছালাতকে অপছন্দ করতেন।
(মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ১/৪৪৮, ৫১৭৫)
প্রকৃতপক্ষে ইহার সনদ যঈফ। সনদের ‘হাজ্জাজ বিন আরতাত’ (الحجاج بن أرطاة) একজন দূর্বল ও মুদাল্লিস রাবী।
ইয়াহইয়া ইবনু মাঈন বলেন ‘তিনি কিছুই নন, তিনি তাদলীস করতেন محمد بن عبيد الله العرزمي عن عمرو بن شعيب থেকে’ (জারাহ ওয়া তাদীল ৩/১৫৫), আহমাদ বিন হাম্বাল বলেন, ‘صدوق يدلس عن الضعفاء’ ‘সুদুক্ব, তিনি দূর্বল রাবীদের থেকে তাদলীস করতেন’ (ঐ), আবু জুরায়ত বলেন, ‘الحجاج بن أرطأة صدوق مدلس’ ‘সুদুক্ব মুদাল্লিস ছিলেন’ (ঐ)
আর এই হাজ্জাজ বিন আরতাত উক্ত হাদীছ আতা থেকে ‘আনআন’ শব্দে বর্ণনা করেছেন। মুদাল্লিসের ‘আন’ শব্দের রেওয়াত গ্রহণীয় নয়।
Allahr gulam anisul
Link with comments..
https://m.facebook.com/anisul.islam.16/posts/1102571199838570
No comments:
Post a Comment