Sahih Hadith Protidin (সহীহ হাদিস প্রতিদিন)
►আসসালামু আলাইকুম◄
"ফরজ সালাত জামায়াতে আদায় করা ওয়াজিব"
না ভাই, এটা আমার কথা নয়। সহীহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ২য় খন্ড, ৪২১ অনুচ্ছেদ, ৫৭ পাতা খুলে দেখুন।
যারা ঘরে সালাত আদায় করে আর মসজিদে জামায়াতে হাজির হয় না, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেইসব লোকদের প্রতি প্রচন্ড রাগান্বিত হতেন। এমনকি আল্লাহর কসম করে বলতেন, তাঁর ইচ্ছা হত যেন তিনি সেইসব লোকদের বাড়িঘরে গিয়ে আগুন লাগিয়ে দিবেন।
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার ইচ্ছা হয় জ্বালানী কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, তারপর সালাত কায়েমের নির্দেশ দেই, এরপর সালাতের আযান দেয়া হোক, তারপর এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দেই, এরপর আমি (সেইসব লোকদের কাছে যাই যারা সালাতে হাজির হয়নি) তাদের ঘর জ্বালিয়ে দেই।
[সহীহ বুখারী, হা/৬১৬ ইফা] —
►আসসালামু আলাইকুম◄
"ফরজ সালাত জামায়াতে আদায় করা ওয়াজিব"
না ভাই, এটা আমার কথা নয়। সহীহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ২য় খন্ড, ৪২১ অনুচ্ছেদ, ৫৭ পাতা খুলে দেখুন।
যারা ঘরে সালাত আদায় করে আর মসজিদে জামায়াতে হাজির হয় না, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেইসব লোকদের প্রতি প্রচন্ড রাগান্বিত হতেন। এমনকি আল্লাহর কসম করে বলতেন, তাঁর ইচ্ছা হত যেন তিনি সেইসব লোকদের বাড়িঘরে গিয়ে আগুন লাগিয়ে দিবেন।
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার ইচ্ছা হয় জ্বালানী কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, তারপর সালাত কায়েমের নির্দেশ দেই, এরপর সালাতের আযান দেয়া হোক, তারপর এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দেই, এরপর আমি (সেইসব লোকদের কাছে যাই যারা সালাতে হাজির হয়নি) তাদের ঘর জ্বালিয়ে দেই।
[সহীহ বুখারী, হা/৬১৬ ইফা] —
No comments:
Post a Comment