Friday, 6 November 2015

4]-সালাতে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে দুই পার্শ্বের ব্যক্তির পা মিলিয়ে দাঁড়ানো


"সালাতে কাঁধের সাথে কাঁধ এবং
পায়ের সাথে দুই পার্শ্বের ব্যক্তির পা
মিলিয়ে দাঁড়ানো খুব গুরুত্বপূর্ণ।
ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো গুনাহ।"
-----------------------------------
খুব কঠিনভাবেই এব্যাপারে আল্লাহ্র
রাসুল ﷺ নির্দেশ দিয়েছেনঃ
আনাস (রা:)হতে বর্ণিত, তিনি বলেন,
"রাসূলুল্লাহ ﷺ আমাদের দিকে মুখ
ফিরিয়ে বলেন,তোমরা তোমাদের
কাতার সোজা কর এবং পরষ্পর মিলিত
হয়ে দাড়াও। নিশ্চয় আমি
তোমাদেরকে পিছনের দিকেও
দেখতে পাই। তখন আমরা আমাদের
পার্শ্বের ব্যক্তির সাথে কাঁধের
সাথে কাঁধ এবং পায়ের সাথে পা
মিলয়ে দাঁড়াতাম।"
[সহিহ বুখারী, ২য় খন্ড, আযান অধ্যায়, হাদিস নং- ৬৮৯]

নুমান ইবনে বাশীর (রাযি) হতে বর্ণিত,
তিনি বলেনঃ "রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
তোমরা অবশ্যই কাতার সোজা করে
নিবে, তা না হলে আল্লাহ তাআলা
তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে
দিবেন।"
[সহিহ বুখারী, হা/৬৬২]
আবু মাসউদ আনসারী (রাযি)হতে বর্ণিত,
তিনি বলেনঃ "রাসুলুল্লাহ (সাঃ)ﷺ নামাযে
(দাড়ালে) আমাদের বাহুমূলসমূহে হাত
স্পর্শ করে পরষ্পর মিলিয়ে দিতেন এবং
বলতেন তোমরা সোজা হয়ে দাড়াও,
বিভিন্নরূপে দাড়িও না, তা হলে
তোমাদের অন্তরসমূহও প্রভেদ হয়ে
যাবে।"
[মুসলিম,মিশকাত হা/১০১৯]
আনাস (রাযি)হতে বর্ণিত, তিনি বলেনঃ
"রাসুলুল্লাহ ﷺ বলেন, তোমরা কাতারের
মধ্যে পরষ্পর মিশে দাড়াও।
সারিগুলোকে কাছাকাছি রাখ এবং
তোমাদের ঘাড়গুলিকে সমভাবে
সোজা রাখ। সেই সত্ত্বার কসম যার
হাতে আমার প্রাণ, নিশ্চয় আমি
কালো ভেড়ার বাচ্চার মত শয়তানকে
দেখি সে সারির ফাকে প্রবেশ করে।"
[সুনানে আবু দাউদ]
"রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘কাতার
সোজা কর, কাঁধের সঙ্গে কাঁধ বরাবর
কর, ফাঁক বন্ধ কর, শয়তানের জন্য কোনো
ফাঁক রাখবে না। যে ব্যক্তি কাতারের
সংযোগ স্থাপন করে আল্লাহ তার
সঙ্গে সংযোগ স্থাপন করেন। আর যে
কাতার ছিন্ন করে, আল্লাহ তার সঙ্গে
সংযোগ ছিন্ন করেন।"
[সুনানে আবু দাউদ]
-------------------------------------------------
comments:-

Faruk Hossain পায়ের সাথে পা লাগিয়ে দাড়ানোটা ইজতিহাদ, হাদীসে এটা স্পষ্ট নয় । তাই সেটাকে সুন্নাত বলা যায় না ।
-----------------------------------------------

Sogood Islam Syeds You are wrong brother:-It has sahih hadith.Pl see below...
Like · Reply · 1 · 3 mins
Sogood Islam Syeds
Sogood Islam Syeds ৬৬২. উছমান ইবনু আবূ শায়বা .............. নুমান ইবনু বশীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমবেত ব্যক্তিদের নিকট উপস্হিত হয়ে তিনবার বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা কর। আল্লাহর শপথ! তোমরা কাতার সোজা করে দন্ডায়মান হবে, অন্যথায় আল্লাহ্ তা’আলা তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করবেন। রাবী বলেন, অতঃপর আমি মুসল্লীদেরকে পরস্পর কাঁধে কাঁধ, পায়ে পা এবং গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতে দেখেছি- (নাসাঈ, বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনু মাজাহ)।

হাদিসের মানঃ সহিহ (Sahih)
Like · Reply · 1 · 3 mins
##

No comments:

Post a Comment