অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন সালাতে সূরা ফাতেহা পড়ার পর সশব্দে
"আমিন" বলার দলীল কি ! তাদের জন্য আমাদের নিচের ছবির লেখাটি দেখার অনুরোধ
করছি।
উল্লেখ্য যে, চুপে চুপে আমিন বলার পক্ষে একটি হাদিস আছে (দারা কুতনি হা/১২৫৬) যদিও সনদে ত্রুটি থাকায় মুহাদ্দিসগণ এটাকে দুর্বল হাদিস বলেছেন।
{সূত্রঃ বই যেভাবে নামায পড়তেন রাসুলুল্লাহ (সা), লেখক-অধ্যাপক মুহাম্মাদ নুরুল ইসলাম
comments:-
উল্লেখ্য যে, চুপে চুপে আমিন বলার পক্ষে একটি হাদিস আছে (দারা কুতনি হা/১২৫৬) যদিও সনদে ত্রুটি থাকায় মুহাদ্দিসগণ এটাকে দুর্বল হাদিস বলেছেন।
{সূত্রঃ বই যেভাবে নামায পড়তেন রাসুলুল্লাহ (সা), লেখক-অধ্যাপক মুহাম্মাদ নুরুল ইসলাম
comments:-
Saddam Hossain
রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেছেন,
عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا حَسَدَتْكُمُ الْيَهُوْدُ عَلَى شَيْءٍ مَا حَسَدَتْكُمْ عَلَى السَّلاَمِ وَالتَّأْمِيْنِ ،
رواه أحمد وإبن ماجه والطبراني- وفي رواية عنها بلفظ: مَا حَسَدَتْكُمُ
الْيَهُوْدُ عَلَى شَيْءٍ مَا حَسَدَتْكُمْ عَلَى قَوْلِ آمِيْنَ-
‘ইহুদীরা তোমাদের সবচেয়ে বেশী হিংসা করে তোমাদের ‘সালাম’ ও ‘আমীন’ -এর কারণে’। [আহমাদ, ইবনু মাজাহ হা/৮৫৬; ছহীহ আত-তারগীব হা/৫১২]
عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا حَسَدَتْكُمُ الْيَهُوْدُ عَلَى شَيْءٍ مَا حَسَدَتْكُمْ عَلَى السَّلاَمِ وَالتَّأْمِيْنِ
‘ইহুদীরা তোমাদের সবচেয়ে বেশী হিংসা করে তোমাদের ‘সালাম’ ও ‘আমীন’ -এর কারণে’। [আহমাদ, ইবনু মাজাহ হা/৮৫৬; ছহীহ আত-তারগীব হা/৫১২]
Md Masud Perves Nipoon
আমীন
এত জোরে না যে চিৎকার করে বলতে হবে, ঈমাম যেভাবে সশব্দে কেরাত পড়ে সেই
শব্দে বলতে হবে, আর হ্যা , বুখারী, মুস্লিম হাদিস এ ও আমীন সশব্দে পড়ার
দলীল আছে
No comments:
Post a Comment