Sunday, 8 November 2015

নামাযে দাঁড়িয়ে আসলে দৃষ্টি কোনদিকে রাখা সুন্নাত


Sahih Hadith Protidin (সহীহ হাদিস প্রতিদিন)
►আসসালামু আলাইকুম◄

প্রশ্নঃ অনেক ভাইকে দেখি নামাযে দাঁড়িয়ে এদিক ওদিক বা উপরদিকে দৃষ্টি দিয়ে থাকেন। নামাযে দাঁড়িয়ে আসলে দৃষ্টি কোনদিকে রাখা সুন্নাত সমর্থন করে ?

উত্তরঃ নামাযে দাঁড়িয়ে এদিক ওদিক বা উপরের দিকে তাকানো নিষেদ। এই বিষয়ে হাদিস সমূহ-

১) যারা নামাযরত অবস্থায় উপরের দিকে তাকায় তারা যেন এথেকে বিরত হয় অন্যথায় তাদের দৃষ্টি শক্তি কেঁড়ে নেয়া হবে। (বুখারী ও মুসলিম)
২) তোমরা যখন নামাযে দাঁড়াবে তখন এদিক ওদিক তাকাবে না। কারণ বান্দা যতক্ষন এদিক ওদিক না তাকায় আল্লাহ্‌ ততক্ষন তাঁর চেহারা বান্দার চেহারার দিকে আবদ্ধ রাখেন। (বুখারী ও আবূ দাঊদ)

এজন্য নামাযে দাঁড়িয়ে যমীনে সিজদার স্থানে দৃষ্টি স্থির রাখাই সুন্নাত। এই ব্যপারে হাদিস-

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামায অবস্থায় মাথা নিচু করে যমীনের দিকে দৃষ্টি রাখতেন। (বাইহাক্বী, সহীহ)

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন (নামাযের জন্য) কা'বা ঘরে প্রবেশ করতেন তখন থেকে বেরিয়ে আসা পর্যন্ত তার দৃষ্টি সাজদার স্থানচ্যুত হয়নি।
(আবূ দাঊদ ও আহমদ, সহীহ সনদে)

[সূত্রঃ বই- নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সালাত সম্পাদনের পদ্ধতি

No comments:

Post a Comment