Friday 22 January 2016

যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয়, তখন দৌড়ে এসোনা

মসজিদে গেলে দেখা যায় জামা'আত চলাকালীন রুকূ ধরার জন্য শিশু থেকে শুরু করে অনেক বৃদ্ধ পর্যন্ত দৌড় দেয়। যার উদ্দেশ্য হল রাক'আত পাওয়া। দুঃখজনক ব্যাপার হল আলেমগণ এসব নিয়ে কোন আলোচনা করেন না। অথচ, ইহা কঠোরভাবে নিষিদ্ধ।

হযরত আবু হুরায়রা রাদ্বি'আল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয়, তখন দৌড়ে এসোনা, বরং স্বাভাবিকভাবে হেঁটে আসো, ধীরে-সুস্হে আসো; সালাতের যতটুকু অংশ পাও ততটুকু পড়, আর যতটুকু পাওনি তা পূর্ণ কর। {সহীহ বুখারী ও সহীহ মুসলিম}

প্রসঙ্গতঃ রুকূ পেলে রাক'আত পাওয়ার বিষয়টিও শর্তস্বাপেক্ষ। অনেককে দেখা যায় বারান্দায় গল্প করে যাচ্ছে, কিন্তু যখনই ইমাম সাহেব আল্লাহু আকবর বলে রুকূতে যায় তখনই দ্রুত নামাযে শামিল হয়। এতে রাক'আত পাওয়া হবে না, কারণ বিশুদ্ধ মতানুসারে মুক্তাদীরও সূরা ফাতিহা পাঠ করা রূকন বা ওয়াজিব। মুক্তাদী সূরা ফাতিহা পড়তে ভুলে গেলে কিংবা তা পড়ার সময় না পেলে তখনই ঐ রাক'আত হয়ে যাবে, অন্যথায় নয়।