Saturday 22 August 2015

নামাজ মে হাত কাহা বান্ধে। নামাজে হাত কোথায় বাঁধতে হবে

সুরা আল কাওসার এর আয়াত
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
এই আয়াতে দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা কোরবানী করতে বলেছেন।
এখন প্রশ্ন হচ্ছে কোরবানী করার সময় কোথায় ছুুরি চালানো হয়?
১. নাভিতে
২. বুকের উপর গলাতে
সহজ উত্তর: ২. বুকের উপর গলাতে।
তো এই আয়াতের তাফসিরে আলী (রা) হতে বণিত আছে:
حماد بن سلمة : ثنا عاصم الجحدري، عن أبيه، عن عقبة بن صهبان قال : إن عليا رضي الله عنه قال في هذه الآية : فصل لربك وانحر، قال : وضع يده اليمنى على وسط يده اليسرى، ثم وضعهما على صدره.
হযরত আলী রা. থেকে করা হয় যে, তিনি বলেছেন, ‘ডান হাত বাম হাতের মাঝে রাখা, অতপর তা রাখা বুকের উপর।’
(সুনানে বায়হাকী ২/৩০; আসলু ছিফাতিস সালাহ, আলবানী পৃ. ২১৭ এছারাও রয়েছে, ইমাম বুখারীর তারিখ আল কাবিরে)
---------------
যারা বলেন, কোরবানী নাভির উপর করা হয় তাদের মুরগি যে দিকে ইচ্ছা যবেহ করুন নো টেনশন।
comments;-

No comments:

Post a Comment